কলকাতা পুরসভা নির্বাচনে (Kolkata Municipal Corporation election) থাকবে না কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাজ্য এবং কলকাতা পুলিশের কর্মীরাই। বিজেপির আর্জি খারিজ করে বৃহস্পতিবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, কেউ নিরাপত্তার অভাব বোধ করলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করবেন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তা নিয়ে যে ব্যাখ্যা দিয়েছে আদালত তাতে সন্তুষ্ট।
শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল ওয়াইজে দস্তুর জানান, সুষ্ঠ ও অবাধে কলকাতা পুরসভার ভোট করাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিতে প্রস্তুত। রাজ্যের আইনজীবী বলেন, এটা কোনও জনস্বার্থ মামলা নয়। মাত্র চার জনের অভিযোগের ভিত্তিতে বলা যায় না, রাজ্য পুলিশ ঠিক মতো কাজ করছে না। শেষ অবধি কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব খারিজ করে আদালত।
KMC Election: কলকাতা পুরসভায় নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল, ইঙ্গিত মিলল জনমত সমীক্ষায়
সব বুথে ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টর দাবিও খারিজ করল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ১১৬ নম্বর ওয়ার্ডে বুথভিত্তিক পোলিং এজেন্টর যে দাবি করা হয়েছে। শুধু ওই ওয়ার্ডের ক্ষেত্রেই এটা বিবেচনা করে দেখবে কমিশন।