মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংস হতে পারে না। ভেঙ্কটেশ্বরা মন্দিরে পুজো দিতে গিয়ে এমনটাই জানালেন এন শ্রীনিবাসন ।
মোট চারবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। যত দিন গিয়েছে, প্রাক্তন বোর্ড সভাপতি শ্রীনিবাসনের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সম্পর্ক আরও মজবুত হয়েছে। মাঝে দুবছর আইপিএল থেকে নির্বাসনে ছিল সিএসকে। তারপর ফের টিমে ফেরেন ধোনি।
শ্রীনিবাসন বলেন, "সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর সম্পদ ধোনি। ধোনি ছাড়া সিএসকে টিম হবে না।" আগামী বছর মেগা নিলাম। মাত্র দুটি করে ক্রিকেটার ধরে রাখতে পারবে একটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ধোনি যে সিএসকে টিমেই থাকবেন, তা শ্রীনিবাসনের কথায় একপ্রকার নিশ্চিত।