আরিয়ান খান মাদককাণ্ডের মামলায় তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল এনসিবি।
এনসিবি জানিয়েছে, দিল্লির হেডকোয়ার্টারের স্পেশাল টিম এবার এই ঘটনার তদন্ত শুরু করবে। কোনও তদন্তকারী কর্তাকে সরানো হয়নি। দিল্লি টিমকে তদন্তে সাহায্য করবেন বর্তমান অফিসাররা। এনসিবি জানিয়েছে, দিল্লির স্পেশাল টিম মোট ছটি মামলার তদন্তভার গ্রহণ করেছে। মুম্বইয়ের তদন্তকারী টিম তাঁদের প্রয়োজনীয় সাহায্য করবে।
এনসিবি জানিয়েছে, আরিয়ান খান মাদককাণ্ডে আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যোগের অভিযোগ উঠেছে। তাই দিল্লি হেডকোয়ার্টার থেকে স্পেশাল টিম আরও গভীরে তদন্ত শুরু করতে চলেছে। এনসিবির মুম্বই শাখার তদন্তকারী কর্তা সমীর ওয়াংখেড়ে নিজেও বিবৃতি দিয়ে জানিয়েছেন, কোনও তদন্ত থেকে তাঁকে সরানো হয়নি।