বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির (BJP)। তা থেকে শিক্ষা নিতে চলেছে তারা। আসন্ন পুরসভা নির্বাচনে (Civic Poll) তারকাদের প্রার্থী করবে না বিজেপি। টিকিট দেওয়া হবে স্থানীয় স্তরে পরিচিত দলীয় কর্মীদের।
বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) একঝাঁক তারকাকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তাঁরা প্রায় কেউই জিততে পারেননি। নির্বাচনে ভরাডুবির পর একে একে দল ছাড়ছেন তাঁরা। ফলে আর সেই ভুল করতে নারাজ বিজেপি নেতারা।
BJP Protest in Siliguri: পেট্রপণ্যের VAT নিয়ে শিলিগুড়িতে মিছিল বিজেপির, ব্যারিকেড করে আটকাল পুলিশ
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, দলীয় কর্মীরাই পুরসভা নির্বাচনে টিকিট পাবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে, স্থানীয় স্তরে দলীয় কর্মীরাই যোগ্য প্রার্থী।