বিদায় নন-এসি মেট্রো (Non AC Metro) । আকাশি-নীল মেট্রোটার গায়ে আজ এমনই লেখা । রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে চিরতরে বিদায় নিতে চলেছে কলকাতা মেট্রোর নন এসি রেক । গীতা পাঠের মাধ্যমে বিদায় জানানো হবে । ১৯৮৪ সালের ২৪ অক্টোবর দেশের মধ্যে প্রথম কলকাতাতেই এই মেট্রো পরিষেবা শুরু হয়েছিল । কলকাতা মেট্রোর ৩৭ তম প্রতিষ্ঠা দিবসে বিদায় জানানো হবে নর্থ-সাউথ করিডরে দীর্ঘদিন পরিষেবা দেওয়া শেষতম নন-এসি রেকটিকে ।
এই উপলক্ষে এদিন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে (টালিগঞ্জ) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বাতিল হতে চলা নন-এসি রেকের ভিতরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ট্রেনের মধ্যে থাকবে মেট্রোর ইতিহাস, থাকবে বর্তমান ও আগামী দিনের একাধিক কর্মকাণ্ড । সেইসঙ্গে থাকবে ছবির প্রদর্শনীও ।
বিকেল পর্যন্ত রাখা থাকবে নন-এসি মেট্রো রেকটি । অনুষ্ঠানের পর চিরতরে বিদায় নেবে এটি । শুধুমাত্র থেকে যাবে ইতিহাসের পাতায় ।