ছাড়পত্র চেয়ে WHO-এর দ্বারস্থ হল Novavax। জমা দেওয়া হয়েছে প্রতিষেধকের যাবতীয় তথ্য।
জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর কাছে তাদের তৈরি কোভিড প্রতিষেধকের তথ্য জমা দিল ওষুধ নির্মাতা সংস্থা নোভাভ্যাক্স। এই আমেরিকান সংস্থাটির সঙ্গে জোট বেঁধে কোভোভ্যাক্স প্রতিষেধক তৈরি করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। কোভিশিল্ডের পরে কোভোভ্যাক্সও হু-র ছাড়পত্র পেলে সিরামের কাছে তা বড় সাফল্য বলেই বিবেচিত হবে, এমনই মতামত স্বাস্থ্য মহলের।
Pfizer: ফাইজারের যুগান্তকারী আবিষ্কার, তাঁদের পিল নিয়ে কোভিড রোগীদের ঝুঁকি কমেছে ৯০%
নোভাভ্যাক্সের এই প্রোটিন-ভিত্তিক প্রতিষেধকটির জেনেরিক নাম এনভিএক্স-কোভ২৩৭৩। ইতিমধ্যেই এই প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে ইন্দোনেশিয়া। এর পরেই প্রতিষেধকটির যাচাইয়ের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য হু-র কাছে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করেছে নোভাভ্যাক্স।