আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। তার আগে কিউয়িদের চিন্তা ভারতের স্পিনারদের নিয়ে।
ভারতীয় দলের পেস বিভাগ নিয়ে চিন্তিত নন নিউজ়িল্যান্ডের বাঁ-হাতি ব্যাটসম্যান হেনরি নিকোলস। তিনি মনে করেন, টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের সঙ্গে পাল্লা দিয়েই বল করবেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামিরা। নিকোলসের উদ্বেগের কারণ ভারতীয় স্পিন বিভাগ। আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলদের মধ্যে যে কোনও একজনই ম্যাচের রং পাল্টে দিতে পারেন বলেই ধারণা তাঁর।
সংবাদ সংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে নিকোলস বলেছেন, ‘‘ভারতের পেস বিভাগ খুবই শক্তিশালী। তবে স্পিন বিভাগে আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার অভিজ্ঞতাও প্রচুর। বিশ্বের যে কোনও প্রান্তে ভারতীয় বোলিং বিভাগের শক্তি বাড়ায় ওরা।’’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে চলেছে সাউদাম্পটনে। ইংল্যান্ডের এই মাঠে সাধারণত সাহায্য পান স্পিনাররা।