শহরের প্রবীন নাগরিকদের টিকাকরণের কথা ভেবে নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এবার থেকে ঘরে বসেই টিকা নিতে পারবেন আশি ঊর্দ্ধ প্রবীন-প্রবীনারা।
জানুয়ারি থেকে টিকাকরণ প্রক্রিয়া শুরু হলেও এখনও ছন্দে আসেনি পুরো প্রক্রিয়া। বয়স্কদেরও লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। বয়স্কদের সুবিধার্থে ‘ভ্যাকসিনেশন নিয়ার সেন্টার’ নামে এই প্রকল্পের কথা ঘোষণা করেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম।
তিনি জানান, বাড়িতে কোনও বয়স্ক সদস্য থাকলে তাঁদের আধার কার্ড নিয়ে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে নিকটবর্তী পুরসভার টিকাকরণ কেন্দ্রে। ‘স্পেশাল ক্যাটাগরি’তে তাঁর নাম নথিভুক্ত করবেন স্বাস্থ্যকর্মীরা।
পরে সুবিধা মতো এক দিন তাঁর বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে। ওই বাড়ির প্রত্যেক সদস্যের ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে তবেই স্বাস্থ্যকর্মীরা যাবেন বলে জানিয়েছেন ফিরহাদ।