করোনাভাইরাসের (Coronavirus) নতুন ওমিক্রন (Omicron) আতঙ্কে কাঁপছে বিশ্ব। ইতিমধ্যেই ভারতেও মিলেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ। তার মধ্যেই মহাচিন্তায় পড়েছে অন্ধ্রপ্রদেশ প্রশাসন।
গত কয়েকদিনে ভিন্ দেশ থেকে বিশাখাপত্তনম বিমানবন্দরে নামা ৩০ জন যাত্রীর খোঁজ মিলছে না। এই ৩০ জনের মধ্যে ৯ জন আবার দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে এসেছেন, যেখানে প্রথম ওমিক্রনের খোঁজ মিলেছে।
Birbhum: করোনার নতুন প্রজাতি ঘিরে রাজ্য়ে বাড়ছে আতঙ্ক, সোনাঝুরি
মোট ৬০ জন যাত্রী অন্য দেশ থেকে নেমেছিলেন বিশাখাপত্তনমে। তার মধ্যে ৩০ জনের খোঁজ মিলেছে। জানা গিয়েছে,বাকি ৩০ জনের অনেকে ফোন রিসিভ করছেন না। সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলার প্রশাসনকে নিখোঁজ যাত্রীদের খোঁজ নিতে বলা হয়েছে।