ডেল্টা ভ্যারিয়ান্টের(Delta Variant) তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন(Omicron) । বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) তরফে জানানো হয়েছে, রীতিমতো গোষ্ঠী সংক্রমণের মাধ্যমে দেড় থেকে তিনদিনের মধ্যে দ্বিগুন হচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা । উল্লেখ্য, এখনও পর্যন্ত ৮৯ টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মূলত যে দেশগুলিতে বহু মানুষের শরীরে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি বয়েছে, সেখানেই দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন । তবে এর কারণ হিসাবে তিনটি বিষয় উঠে আসছে । এক হল ভাইরাসের রোগ প্রতিরোধ ক্ষমতা পরাজিত করার ক্ষমতা, দুই, ভাইরাসের সংক্রমণযোগ্যতা ও তিন, দুইয়ের সংমিশ্রণ । যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি ।
আরও পড়ুন, Covid in India : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৭,০৮১, মৃত্যু হয়েছে ২৬৪ জনের
দক্ষিণ আফ্রিকায় প্রথম কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনের খোঁজ পাওয়া যায় । এরপরই ২৬ নভেম্বর WHO ওমিক্রনকে 'ভ্যারিয়ান্ট অফ কনসার্ন' অর্থাৎ 'উদ্বেগজনক' আখ্যা দেয় । তবে এই ভ্যারিয়ান্টে অসুস্থতার তীব্রতা কতটা সে সম্পর্কে কিছু জানা যায়নি ।
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০০ ছাড়িয়ে গিয়েছে । ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটি জানিয়েছে, আগামী বছরের শুরুতেই, মূলত ফেব্রুয়ারি মাসে দেশে করোনার নয়া প্রজাতি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়বে । এর জেরে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে । তবে তা দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না ।