আমেরিকাতেও এবার ওমিক্রনের হানা! বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে(USA) করেনাভাইরাসের এই নতুন প্রজাতিতে আক্রান্তের খোঁজ মিলেছে।
এখনও পর্যন্ত বিশ্বের প্রায় দু'ডজন দেশে ওমিক্রন ভাইরাসের(Omicron) হদিশ মিলেছে। বুধবারেই WHO জানিয়েছিল আরও ২৩টি দেশে অত্যন্ত বিপজ্জনক এবং সংক্রামক এই ভাইরাসের হদিস মিলেছে। তবে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) প্রথম এই ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে।
এই নতুন স্ট্রেন সম্পর্কে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে কোভিড-১৯ ভাইরাসের(Covid-19) জন্য ব্যবহৃত ভ্যাকসিনগুলি ওমিক্রন রুখতে পারবে না, এমন কোনও ইঙ্গিত এখনও নেই বলেই WHO আশ্বস্ত করেছে।
জাতিসংঘের(UNO) স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে বিজ্ঞানীরা শীঘ্রই নতুন এই স্ট্রেন কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তা কতটা মারাত্মক হতে পারে সে সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন।
ওমিক্রন(Omicron) স্ট্রেন ইতিমধ্যেই বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বিভিন্ন দেশে মহামারীর পর যখন আন্তর্জাতিক ভ্রমণ(International Travel) স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছিল, ঠিক তখনই আবার নতুন করে এই আতঙ্কের সৃষ্টি হল।