দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য দেশে ফেরা মহারাষ্ট্রের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট মেলার পর থেকে উদ্বেগে দেশের স্বাস্থ্যমহল। ২৪ নভেম্বর কেপটাউন থেকে মহারাষ্ট্রে ফেরেন থানের ডোম্বিভ্যালির বাসিন্দা ওই ব্যক্তি। করোনা রিপোর্ট পজেটিভ এলেও ওই ব্যক্তি ওমিক্রন ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হয়েছেন কিনা, তা এখনও জানা যায়নি। বর্তমানে তাঁকে একটি আইসোলেশন সেন্টারে ভর্তি রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর কারোর সংস্পর্শে আসেননি ওই ব্যক্তি। বর্তমানে একটি আইসোলেশন সেন্টারে রয়েছেন তিনি।
ইতিমধ্যে করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতির (Omicron) সন্ধান পাওয়ার পরেই আর্ন্তজাতিক উড়ান নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ভারত সরকার।
আরও পড়ুন, করোনার নতুন প্রজাতি নিয়ে উদ্বেগ, বিদেশফেরতদের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রের
বিমানে ওঠার আগে যাত্রীদের ভারত সরকারের(Government of India) পোর্টালে গত দু'সপ্তাহে তাঁরা কোন কোন জায়গায় গিয়েছেন (Travel history), তা জানাতে হবে। যে দেশগুলি ভারত সরকারের 'বিপজ্জনক' তালিকায় রয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দিতে হবে বিমানবন্দরেই। নেগেটিভ হলেও সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিনে ফের পরীক্ষা হবে।