কলকাতা পুরসভা নির্বাচনের দিন ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো। তাতে দেখা গিয়েছিল, এক যুবক বার বার তৃণমূলের প্রতীকের বোতাম টিপছেন। এবার তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম গৌরব দাস (৩৩)। তাঁর বাড়ি অরবিন্দ সরণিতে।
পুরভোটের দিন সকাল থেকেই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। সেখানে দেখা গিয়েছিল, গৌরব নামের ওই যুবক ইভিএমে তৃণমূলে প্রার্থীর প্রতীকের বোতাম বার বার টিপছেন।
KMC Election : নতুন মেয়র হওয়ার দৌড়ে কি একাই আছেন ফিরহাদ?
মঙ্গলবার এ নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল বড়তলা থানায়। তার পরই তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নিল পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৭১এফ (নির্বাচনে প্রভাব খাটানোর) ধারায় মামলা দায়ের করা হয়েছে।