গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মিলেছিল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের। এর সংক্রামক ক্ষমতা অনেকটাই বেশি বলে মত স্বাস্থ্য মহলের। তিন ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন থাবা বসিয়েছে ভারতের।
ডাক্তার ভি কে পাল একদিকে যেমন দেশের করোনা-যুদ্ধের প্রথম সারির যোদ্ধা, তেমনই তিনি নীতি আয়োগের সদস্যও বটে। তাঁর মতে, ভারতের প্রয়োজন এমন ধরনের টিকা যা করোনার বদলে যাওয়া চেহারার সঙ্গে লড়াই করতে সক্ষম৷ প্রতি তিন মাসে না হলেও বছরে একবার রূপ বদলাতে পারে করোনার স্ট্রেন।
Coronavirus: শিশুদের জন্য করোনা টিকা পেতে অপেক্ষা আর ৬ মাসের, জানালেন আদর পুনাওয়ালা
ভি কে পালের (VK Paul) কথায়, "তিনি বলেন, ‘‘করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রতিষেধকে প্রয়োজনীয় পরিবর্তন আনতে তৈরি থাকতে হবে। তবে তা যে তিন মাস অন্তর পরিবর্তন করতে হবে এমনটা নয়। কিন্তু বছরে এক বার সেই পরিবর্তন করতে হতেই পারে।"