জোড়া ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ। তারই জেরে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মঙ্গলবারও বৃষ্টি (Rainfall) থেকে নিস্তার নেই শহরবাসীর। কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলীতে আজও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত এরপর রাজ্যের পশ্চিমদিকে সরবে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট রোডের কিছু এলাকায় এখনও জল জমে (Waterlogging) আছে। একবালপুর, খিদিরপুর, বেহালার কিছু এলাকাও জলমগ্ন। মঙ্গলবার বৃষ্টি হলে আরও জল জমতে পারে শহরে। নিত্যযাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে। এদিকে অফিস এলাকা সল্টলেকের অনেক অংশেও জল জমে আছে।
উত্তর কলকাতার (North Calcutta) অনেক এলাকা এখনও জলের তলায়। টালা এলাকায় জল জমে আছে। জল জমে আছে সেন্ট্রাল এভিনিউ, সিঁথির মোড়েও। মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিটের অনেক অংশে জল জমে আছে। জল জমেছে সল্টলেকের সেক্টর ফাইভ, ইম বাইপাস, মুকুন্দপুর মেন রোড, পাটুলিতেও। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, আজ দুপুর তিনটের পর চিৎপুর লকগেট খোলা হতে পারে। উত্তর থেকে দক্ষিণের জল পাম্পিং স্টেশনের সাহায্যে নামানো হবে।
জলযন্ত্রণায় বিপদে পড়ছেন নিত্যযাত্রীরা। অফিস বা ব্যবসার কাজে কলকাতা গিয়ে বাড়ি ফেরার যানবাহন পাওয়া যাচ্ছে না। কোথাও কোমর জল তো কোথাও হাঁটু জল। চড়া দামে গাড়িভাড়া দিয়ে তবেই বাড়ি ফিরতে হচ্ছে অফিসযাত্রীদের।