করোনা চিকিতসায় দেশজোড়া অক্সিজেনের হাহাকারের মধ্যেই ব্যতিক্রমী নজির রাখল গাজিয়াবাদের ইন্দ্রপুরম গুরদুয়ারা। গুরদুুয়ারে থেকেই বিলি করা হল অক্সিজেনের সিলিন্ডার।দিল্লির সরকারি-বেসরকারি হাসপাতাল জুড়ে যখন অক্সিজেনের চরম সঙ্কট তখনই এই মানবিক ছবি দেখা গেছে ইন্দ্রপুরম গুরদুয়ারার। শ্রী গুরু সিংহ সভা গুরুদুয়ারা ও স্বেচ্ছাসেবী সংস্থা খালসা হেল্প ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া শুরু হয় শনিবার সন্ধে থেকে। নিমেষেই ভাইরাল হয়েছে সেই ছবি। করোনা আক্রান্ত অনেক রোগীর পরিবারই ছুটে আসেন অক্সিজেনের সন্ধানে। সংস্থার তরফে জানানো হয়েছে শুধু অক্সিজেনের সিলিন্ডার দেওয়াই নয় ,প্রয়োজনে মুমূর্ষু রোগীর কাছেও অক্সিজেন পৌছে দেবেন তারা। শুক্রবার সন্ধের মধ্যেই ৭০০ করোনা আক্রান্ত রোগীর পরিবার অক্সিজেনের জন্য দ্বারস্থ হয়েছেন গুরদুয়ারায়।