চাকরি(Job) দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার(Fraud) অভিযোগ। শনিবার পানিহাটির(Panihati) আর.এন টেগোর রোড এলাকার এক ভুয়ো কল সেন্টার থেকে ৭ কর্মীকে গ্রেফতার করল খড়দহ(Khardah) থানার পুলিশ(Police)।
স্থানীয় সূত্রে খবর রাজ্যের(West Bengal) বিভিন্ন জায়গা থেকে বহু বেকার যুবক-যুবতী চাকরির(Job) আশায় ওই কল সেন্টারে এসে নাম লেখায়। এরপর চাকরি(Job) দেওয়ার নাম করে তাদের থেকে বিরাট অঙ্কের টাকা চাওয়া হত। দীর্ঘদিন ধরে এই কাজ চললেও স্থানীয়দের কাছে এই বিষয়ে কোনও তথ্য ছিল না।
আরও পড়ুন- KMC election: বুথের বাইরে ১৪৪ ধারা, নিষিদ্ধ বাইক মিছিল, রবিবার সকালে বন্ধ মল, বড় দোকান
শেষপর্যন্ত বেশকিছু প্রতারিত যুবক-যুবতী খড়দহ(Khardah) থানার পুলিশকে(Police) বিষয়টি জানায়। এরপরই নির্দিষ্ট খবরের ভিত্তিতে শনিবার খড়দহ(Khardah) থানার পুলিশ এই প্রতারণা(Fraud) চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে খড়দহ থানা(Khardah Police Station)।