এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ কোচ বলা হচ্ছে তাঁকে। সেই পেপ গুয়ার্দিওয়ালা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি হাতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন। সঙ্গে ক্যাপশনে লিখলেন, “এবার ক্রিকেটের নিয়ম শেখার সময় এসে গিয়েছে। এই জার্সিটি দেওয়ার জন্য আমার বন্ধু বিরাটকে অসংখ্য ধন্যবাদ।” এরপরই আরসিবি অধিনায়কের কাছে গুয়ার্দিওলার আরজি, “এবার তোমার ম্যান সিটির জার্সিটা ব্যবহার করার পালা।' চলতি আইপিএলে দুরন্ত ছন্দে আছে আরসিবি। তার সঙ্গে উপরি পাওনা হল পেপের সমর্থন।