উত্সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। গত ৫ তারিখ থেকে প্রতিদিনই বেড়েছে জ্বালানির দাম। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
শনিবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের(Petrol) দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল।
এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৪ টাকা ৫২ পয়সা হল। ডিজেলের(Diesel) নতুন দাম হল লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা। উৎসবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা।