করোনা টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজার- এর সিইও অ্যালবার্ট বার্লা জানিয়েছে, টিকা নেওয়ার ১ বছরের মধ্যে দরকার হতে পারে একটি বুস্টার ডোজ। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাইজার চিফ জানিয়েছেন, দুটো করোনা ডোজ নেওয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় একটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। প্রাথমিক গবেষণা থেকে পাওয়া তথ্য বলছে মডার্না এবং ফাইজারের টিকা অন্তত ৬ মাস কার্যকর থাকে।