ফাইজার এবং মডার্নার প্রথম ডোজ নেওয়ার দু সপ্তাহের মধ্যেই ৮০ শতাংশ কমছে করোনা সংক্রমণের সম্ভাবনা। সম্প্রতি মার্কিন সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। ৪০০০ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, দুটি শট নেওয়ার পর সংক্রমণের সম্ভাবনা ৯০ % কমছে। সমীক্ষায় দেখা গিয়েছে, উপসর্গহীন কোভিড ১৯ সংক্রমণ কমানোর ক্ষেত্রেও এই দুটি ভ্যাকসিন সমান কার্যকরী।