করোনার বিরুদ্ধে যুদ্ধে ফের বড়সড় বাঁকবদল। ভারতে দ্বাদশোর্ধ্বদের প্রয়োগ করা যেতে পারে ফাইজার ভ্যাকসিন। কেন্দ্রকে এমনটাই জানাল মার্কিন ভ্যাকসিন নির্মাতা সংস্থা ফাইজার। বুধবার সংস্থাটি জানিয়েছে, এই ভ্যাকসিন রাখা যাবে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায়। কেন্দ্রীয় সরকারের কাছে কিছু বিধিনিষেধ শিথিল করার আর্জি জানানো হয়েছে সংস্থার তরফে। চলতি বছরেই ভারতে ৫ কোটি টিকা পাঠাবে ফাইজার। ফাইজার ভ্যাকসিন ইতিমধ্যে শিশুদের মধ্যে প্রয়োগের অনুমোদন দিয়েছে একাধিক দেশ। চলতি মাসে কানাডায় ১২ থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীদের জন্য ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হয়।