১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ (School Reopen)। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। এই প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধে পরিকল্পনা ছাড়াই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল চালু করতে চাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta HighCourt) হল জনস্বার্থ মামলা (PIL)। মামলাকারীর আশঙ্কা, ভ্যাকসিনেশন (Vaccination) না হওয়ায় সংক্রমিত হতে পারেন পড়ুয়ারা। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।
১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল, করোনা সতর্কতায় জারি একাধিক বিধিনিষেধ
রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। মামলাকারীর মতে, এই পড়ুয়াদের এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়নি। ফলে পরিকল্পনা ছাড়া স্কুল খুললে, ছাত্র-ছাত্রীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। মামলাকারীর আবেদন, এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হোক। সেই কমিটি সময় কমিয়ে কীভাবে স্কুল চালু রাখা যায়, তার সুপারিশ করুক।