করোনা পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সকাল এগারোটায় ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।বাংলা সহ ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলার ৯টি জেলার জেলাশাসকও এই বৈঠকে অংশ নেবেন। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া,হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের জেলাশাসক থাকবেন বৈঠকে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর।