কোনো একটি বিশেষ পরিবারের নিয়ন্ত্রণাধীন নয় বিজেপি। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে কংগ্রেসকে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, বিজেপি দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে। প্রতিশ্রুতি রক্ষা করে বিজেপি। সেই কারণেই এসেছে সাফল্য।
প্রধানমন্ত্রী জানান, বিজেপির মূলমন্ত্র তিনটি- সেবা, সংকল্প এবং সমর্পণ। এই তিন মন্ত্রের উপর ভিত্তি করেই কাজ করে গেরুয়া শিবির। জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা সহ শীর্ষ বিজেপি নেতারা।
বিজেপি মুখপাত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সেতুবন্ধনের বার্তা দিয়েছেন।