৪১ বছর পর অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জেতায় ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, এটি একটি ঐতিহাসিক দিন। প্রতিটি ভারতীয়র স্মৃতিতে এই দিনটি উজ্জ্বল হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতীয় হকি দল গোটা দেশের স্বপ্নকে বাস্তবায়িত করেছে। বিশেষত তরুণদের প্রত্যাশাকে মূল্য দিয়েছে ভারতীয় দল। গোটা দেশ তাদের জন্য গর্বিত।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়ে টুইটে লিখেছেন, "ঐতিহাসিক এই জয় ভারতের হকিতে এক নতুন যুগের সূচনা করল। দেশের তরুণ প্রজন্মকে খেলায় আগ্রহী করে তুলবে এই জয়"।
ইতিহাসের জন্ম দেওয়ার জন্য ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। টুইট করে তিনি লেখেন, "আমরা তোমাদের জন্য গর্বিত। ভারতীয় হকি দল নিজেরাই নিজেদের ভাগ্য লিখেছে, ইতিহাস রচনা করেছে"।
ভারতীয় হকি দলের ঐতিহাসিক সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও।