বিজয় দিবসের (50th Vijay Diwas) ৫০ বছর। বাংলাদেশের (Bangladesh) মুক্তিযোদ্ধা ও ভারতের সশস্ত্র বাহিনীর (Indian Armed Force) শহিদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
১৯৭১ সালের যুদ্ধে ১৬ ডিসেম্বর (16 December, 1971) পাকিস্তানকে হারিয়েছিল ভারত। পাকিস্তানের অধীন থেকে মুক্ত হয়ে তৈরি হয় নতুন দেশ বাংলাদেশ। বৃহস্পতিবার নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের (National War Memorial) বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। প্রধানমন্ত্রী এদিন নিজে 'স্বর্ণিম বিজয় মশাল' (Swarnim Vijay Mashals) উৎসবে অংশ নেন।
আরও পড়ুন: মঙ্গলবার বারাণসীতে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
গত বছর ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে চারটি বিজয় মশাল প্রজ্জলন করেন। ১৯৭১ মুক্তিযুদ্ধে পরমবীর চক্র, মহাবীরচক্র পেয়েছেন এমন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে সেনাদের গ্রামে সেই মশাল পাঠানো হয়। প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, "৫০তম বিজয় দিবসে ভারতের সশস্ত্র সেনার মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও সিংহহৃদয় যোদ্ধাদের বলিদানকে শ্রদ্ধা জানাই। অপশক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করে জয় এসেছে। এই বিশেষ মুহূর্তে ঢাকাতে আছেন রাষ্ট্রপতি, যা প্রত্যেক ভারতীয়ের কাছে গুরুত্বপূর্ণ।"