সংসদের শীতকালীন অধিবেশনের আগে আগামী রবিবার সর্বদলীয় বৈঠক(All Party Meeting) হওয়ার কথা। ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে থাকতে পারেন বলে খবর। ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন(Winter Session)।
সংসদ বিষয়ক মন্ত্রকের ডাকা সর্বদল বৈঠক রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এরপর বিজেপির সংসদীয় কার্যনির্বাহী সমিতির একটি বৈঠক এবং এনডিএ-র ফ্লোর লিডারদের নিয়ে অন্য একটি বৈঠক হবে রবিবার বিকেলেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক গুলিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
ওই দিন রাজ্য়সভার নেতাদের নিয়ে বিকেল সাড়ে পাঁচটায় রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর বাসভবনে একটি বৈঠক হবে। লোকসভার ফ্লোর লিডারদের বৈঠক পরিচালনা করবেন অধ্যক্ষ ওম বিড়লা। তা ২৭ নভেম্বর হতে পারে বলে খবর।