দক্ষিণ আফ্রিকায় (South Africa) মিলেছে করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতির খোঁজ। আলোড়ন শুরু হয়েছে বিশ্বজুড়ে। শনিবার এই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বিশদে আলোচনা হল দেশের করোনা পরিস্থিতি নিয়ে।
প্রধানমন্ত্রীর দফতর (PMO) জানিয়েছে, আধিকারিকরা প্রধানমন্ত্রীকে করোনাভাইরাসের নতুন ওমিক্রন প্রজাতি সম্পর্কে বিশদে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, সমস্ত আর্ন্তজাতিক উড়ানে বিশেষ নজরদারি করতে হবে। যাত্রীদের করোনা পরীক্ষা করতে হবে৷ বিশেষ করে 'ঝুঁকিপূর্ণ' দেশগুলি থেকে যাঁরা আাসছেন, তাঁদের দিকে বিশেষ নজর দিতে হবে।
Niti Aayog report: নীতি আয়োগের রিপোর্টে দেশের দরিদ্রতম রাজ্য হল বিহার
একইসঙ্গে আর্ন্তজাতিক উড়ান ওঠানামার ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।