কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনের (Omicron) সংক্রমণ নিয়ে সম্ভবত বৃহস্পতিবারই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১৩। দিল্লি ও মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সর্বাধিক।
দিল্লিতে (Delhi) এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ৫৭ জন। মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা ৫৪। দ্রুত গতিতে অন্য রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এখনও পর্যন্ত তেলাঙ্গানাতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২৪। কর্নাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরালার ১৫ ও গুজরাটে ১৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
জম্মু-কাশ্মীরে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তিনজন। ওড়িশা ও উত্তরপ্রদেশে দুজন করে আক্রান্ত হয়েছেন। অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, লাদাখ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে একজন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার ওমিক্রন নিয়ে ফের রাজ্যগুলোকে সতর্ক করেছে কেন্দ্র। রাজ্যগুলোকে ওয়ার রুম (War Room) তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। কোভিড বিধি ফিরিয়ে আনা ও নাইট কার্ফু (Night Curfew) চালু করারও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কোভিশিল্ড নিলেও 'নিরাপদ' নয় মানুষ, বুস্টার নেওয়ার প্রয়োজন, জানাল ল্যানসেটের গবেষণা
WHO জানিয়েছে, ডেল্টা প্রজাতির (Delta Variant) থেকেও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন অনেকে। এমন কী কোভিড থেকে সেরে ওঠা ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন ।