শুক্রবার সকালে কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) । পাশাপাশি এদিন, আদি গুরু শঙ্করাচার্যের ১২ ফুটের একটি মূর্তি উন্মোচন করেন তিনি । প্রধানমন্ত্রী হিসাবে এই নিয়ে পাঁচবার কেদারনাথ মন্দিরে(Kedarnath Temple) এলেন মোদি ।
শুক্রবার সকালেই দেরাদুন পৌঁছান প্রধানমন্ত্রী । তাঁকে স্বাগত জানান উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । এরপরেই তিনি কেদারনাথ মন্দিরে যান । সেখানে পুজো দেন । আরতি করেন । এরপর আদি গুরু শঙ্করাচার্যের পুননির্মিত মূর্তির উন্মোচন করেন । ২০১৩ সালের উত্তরাখণ্ডের বন্যায় নষ্ট হয়ে যায় মূর্তিটি ।
Narendra Modi: রাজৌরি সেক্টরে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
মূর্তিটির ওজন প্রায় ৩৫ টন । মাইসোরের ভাস্করদের হাতে এটা তৈরি হয়েছে । মূর্তিটি তৈরিতে একধরনের পাথর ব্যবহার করা হয়েছে, যা বৃষ্টি, রোদ এবং যে কোনও জলবায়ুতে সহজে নষ্ট হয় না ।