দেশে কোভিড পরিস্থিতি পর্যালোচনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যগুলিকে কত সংখ্যক ভেন্টিলেটর দেওয়া হয়েছে, তার কাজ কেমন চলছে তার অডিট রিপোর্ট তৈরি করা প্রয়োজন। বেশকিছু রাজ্যে ভেন্টিলেটর অব্যবহৃত হয়ে পড়ে থাকার যে রিপোর্ট এসেছে, তাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।ভেন্টিলেটর ব্যবহারে স্বাস্থ্যকর্মীরা যাতে দক্ষ হয়ে ওঠেন সেবিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয় সেবিষয়েও জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। যে যে জায়গায় করোনার বেলাগাম পরিস্থিতি সেখানে মাইক্রো কনটেনমেন্ট চালু করতে বলেন প্রধানমন্ত্রী।বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার ওপরেও স্বাস্থ্য কর্মীদের নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।