বড়োসড়ো ডাকাতির(Decoity) প্ল্যান ভেস্তে দিল বেলঘড়িয়া থানার পুলিশ। তাঁদের তৎপরতায় ডাকাতির আগেই ধরা পড়ল দুষ্কৃতীরা।
পুজোর সময় ডাকাতির উদ্দেশ্যে বিহার, উত্তরপ্রদেশ থেকে দুষ্কৃতীরা ডেরা পেতেছিল দমদম ও বেলঘড়িয়ার সংলগ্ন অঞ্চলে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পায় বেলঘড়িয়া থানার পুলিশ(Police)। তারপরেই তাঁরা অভিযান চালায়। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে এক হোটেল থেকে বিহারের ৬জন এবং উত্তরপ্রদেশের এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে। তাঁদের কাছ থেকে মিলেছে পিস্তল, ওয়ান শাটার সহ একাধিক অস্ত্রশস্ত্র।
দুষ্কৃতীদের(Hooligans) গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠানো হয় শনিবার। আদালত তাদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।