বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকার (teacher)বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ(police)। অন্যদিকে, হাসপাতালে ভর্তি ওই পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এদের মধ্যে তিনজনকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় ৩ শিক্ষিকে আরজি কর এবং দু জনকে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও বাকি ৪ জনের অবস্থাই শোচনীয়। আপাতাত তাঁদের চিকিৎসা চলছে।
মঙ্গলবার বেআইনি ভাবে বদলির অভিযোগে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় ৫ শিক্ষিকা। তারপর তাঁরা পুলিশের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।বিষের প্রভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁদেরকে তৎক্ষণাৎ বিধান নগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।