শনিবার দুপুরে ইএম বাইপাসের (E M Bypass) কাছে ভিআইপি রোডে (VIP Road) এক বাইক চালক সহ দুই কিশোরীকে আটক করল পুলিশ (Kolkata Police)। জানা গিয়েছে, ওই দুই কিশোরীকে হাত-পা বাঁধা অবস্থায় বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সেখানে কর্মরত পুলিশ সার্জেন্ট সন্দেহের বশে তাদের বাইকটি দাঁড় করান এবং জিজ্ঞাসাবাদ করেন।
ওই বাইক চালককে জিজ্ঞাসাবাদ করা শুরু হতেই তার কথায় বিভিন্ন অসঙ্গতি চোখে পড়ে পুলিশের। বাইক চালকের দাবি, ওই দুই কিশোরীই তার মেয়ে হয়। কিন্তু, ওই কিশোরীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হলে, তারা জানায়, ওই ব্যক্তিকে তারা এর আগে কোনওদিন দেখেইনি।
ঘটনাস্থলে তিলজলা থানার (Tiljala Police Station) পুলিশ এসে ওই সন্দেহজনক বাইক চালককে আটক করে। পুলিশ এখন খতিয়ে দেখছে ওই দুই কিশোরীকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কি না।