জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে জঙ্গিদের হাতে নিহত জওয়ানের ছবি প্রকাশ্যে আনল সেনাবাহিনী।
ভারতীয় সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে, রাইফেলম্যান বিক্রম সিং নেগি এবং রাইফেলম্যান যোগাম্বার সিং গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়েছে।
২৬ বছরের বিক্রম সিংয়ের বাড়ি গারোয়ালের তেহরিতে। ২৭ বছরের যোগাম্বর সিংয়ের বাড়ি উত্তরাখণ্ডের চামোলিতে।
সেনার এক আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, একজন জুনিয়র কমিশনড অফিসার এবং একজন জওয়ান গুরুতর আহত হন। নারখাস জঙ্গল এলাকা এবং মেন্ধার সাবডিভিশনে তাঁরা বৃহস্পতিবার আহত হন।
জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই পাহাড়ি এলাকায় জঙ্গল অত্যন্ত গভীর। তাই লড়াই অত্যন্ত কঠিন।