কলকাতা পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই উঠল নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগ। শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে হিংসার (Post poll violence) অভিযোগ তুলেছে বিরোধী CPM।
বামফ্রন্টের অভিযোগ, দক্ষিণ কলকাতার নেতাজিনগর (Netajinagar) এলাকায় তাঁদের একাধিক পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে। সেগুলিতে লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। অভিযোগ, বাস্তুহারা সমিতির দফতরও ভাঙচুর করেছে তৃণমূল।
আরও পড়ুন: KMC Election 2021: তৃণমূলমুখী ভোটে জেতা তিন নির্দল কন্যা
ওই এলাকা কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত। এই ওয়ার্ডে ৩৬ বছর পর হেরেছে বামেরা। অভিযোগ, তার পরেই শুরু হয়েছে তাণ্ডব। যদিও, অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।