বেসরকারি বাস চলা নিয়ে তৈরি হল ঘোর সংশয়।সরকারি নির্দেশ অনুসারে ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলার কথা। তবে বুধবার বিভিন্ন বেসরকারি বাস সংগঠন জানিয়ে দেয় পুরনো ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। তাদের দাবি, অর্ধেক যাত্রী নিয়ে বাস চালালে ক্ষতির মুখে পড়তে হবে। তাই বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে বাস মালিকদের সংগঠনগুলি। ফলে, আগামী কাল কলকাতা ও জেলার রাস্তায় কত সংখ্যাক বাস নামবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে