জুন মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির হাতে এসে পৌঁছবে করোনার টিকা। তৃতীয় পর্যায়ের টিকাকরণের জন্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে বরাত দিয়েছিল একাধিক হাসপাতাল। কিন্তু, টিকার ঘাটতির জেরে রাজ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের সঠিকভাবে টিকাকরণ প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। তবে জুনের প্রথমেই মিটবে সেই সমস্যা। জুনের প্রথম সপ্তাহেই বরাত দেওয়া সেই টিকা এসে পৌঁছবে হাসপাতালগুলির হাতে। আর টিকা হাতে পেলেই বেসরকারি কেন্দ্রে টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে। জুন থেকে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক টিকা পাওয়া যাবে বেসরকারি হাসপাতালগুলিতে।
১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাকরণের জন্য বেসরকারি হাসপাতালগুলিকে টিকা প্রস্তুতকারী সংস্থার থেকে সরাসরি টিকা কেনার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই মতো সংস্থাগুলিকে বরাত দিয়েছিল হাসপাতালগুলি। কিন্তু, চাহিদার তুলনায় জোগান কম থাকায় এতদিন তৃতীয় পর্যায়ের টিকাকরণ সঠিকভাবে শুরু করা সম্ভব হয়নি। তবে জুনের প্রথম সপ্তাহে সেই সমস্যা মিটবে বলে মনে করছে বেসরকারি হাসপাতালগুলি।