দক্ষিণ আফ্রিকার (South Africa) সঙ্গে সিরিজ শুরুর আগে ভারতের (India) সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara)। তাঁর মতে, ভারতের সামনে প্রথম টেস্ট জেতার ভালো সুযোগ রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৩ টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত।
নিউজিল্যান্ডের (New Zealand) সঙ্গে কয়েকদিন আগেই টেস্ট সিরিজ জিতেছে ভারত। পুজারার কথায়, ভারত যেহেতু টেস্ট খেলার মধ্যেই রয়েছে, তাই আসন্ন সিরিজটিতে ভারতের জয়ের সম্ভাবনাই বেশি।
অন্যদিকে, গত জুন মাসের পর আর লাল বলের ক্রিকেট খেলেনি দক্ষিণ আফ্রিকা।
ভারতের বোলিং আক্রমণেরও প্রশংসা শোনা যায় ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের মুখে।