BWF ওয়ার্ল্ড টুর ফাইনালে ভাগ্য সঙ্গ দিল না পিভি সিন্ধুর (PV Sindhu)। কোরিয়ার (Korea) সি-ইয়ংয়ের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারলেন তিনি। খেলার স্কোর ২১-১৬ ও ২১-১২ । রুপো (Silver) জিতেই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে।
রবিবার ওয়ার্ল্ড টুর ফাইনালে ফর্মে ছিলেন না পিভি সিন্ধু। মাত্র ৩৯ মিনিটে শেষ হয়ে যায় ম্যাচ। কোরিয়ান তারকার বিরুদ্ধে প্রথম গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সিন্ধু। কিন্তু ২১-১৬ স্কোরে শেষ হয়ে যায় প্রথম গেম। দ্বিতীয় গেমে আর সুযোগই পাননি সিন্ধু।
এই নিয়ে তৃতীয় বার ওয়ার্ল্ড টুর ফাইনালে উঠেছিলেন সিন্ধু। ২০১৮ সালে প্রথম এই টুর্নামেন্ট জেতেন তিনি। সেবার প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড টুর ফাইনাল জেতেন তিনি।