টোকিয়ো অলিম্পিক্সে দ্বিতীয় ম্যাচেও জয় এল পি ভি সিন্ধুর। গ্রুপ পর্বে শীর্ষে থেকে নক আউট পর্বে পৌঁছে গেলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।
বুধবার হংকং-এর চিউং ই-কে হারিয়ে দেন সিন্ধু। খেলার ফল ২১-৯, ২১-১৬। প্রথম রাউন্ডে হংকং-এর প্রতিপক্ষকে প্রায় দাঁড়াতেই দেননি সিন্ধু। দ্বিতীয় রাউন্ডে কিছুটা লড়াইয়ে ফেরেন চিউং।
প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর লড়াই ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডের সঙ্গে। বিশ্বের ১২ নম্বর তারকা তিনি। তাঁকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে সিন্ধুর লড়াই হতে পারে জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে।