ভারতের পদকজয়ের আশা বাড়ালেন পি ভি সিন্ধু। অলিম্পিক্সের শেষ আটে পৌঁছে গেলেন তিনি।
বৃহস্পতিবার দাপুটে জয় পেলেন ব্যাডমিন্টন তারকা। ডেনমার্কের মিয়া ব্লিকফেল্ডকে হারিয়ে দিলেন তিনি৷ সিন্ধুর দুরন্ত আক্রমণের সামনে তেমন প্রতিরোধ গড়ে তুলতেই পারেননি ড্যানিশ তারকা। সিন্ধু ম্যাচ জিতে নেন ২১-১৫, ২১-১৩ ফলাফলে। ফলে পদকজয়ের আশা আরও উজ্জ্বল হল তাঁর।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে একের পর এক ঝোড়ো আক্রমণ গড়ে তোলেন সিন্ধু। তার কোনও জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। ম্যাচ জিতে সিন্ধু জানিয়েছেন, পদক জেতাই তাঁর পাখির চোখ। তবে এখনও বহু পথ বাকি।