অলিম্পিকেই সকাল সকাল জোড়া সাফল্য। সকালে নীরজ তারপরেই রবি দাহিয়া। ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগে বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনভ ভ্যাঞ্জেলভের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১৪-৪ ব্যবধানে জিতলেন রবি কুমার দাহিয়া।
ছেলেদের ফ্রিস্টাইলে ৮৬ কেজি বিভাগে নাইজেরিয়ার একেরেকেমে ১২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দীপক পুনিয়া।
প্রি কোয়ার্টার ফাইনালে মেয়েদের ৫৭ কেজি বিভাগে বেলারুশের ইরিনা কুরাচকিনার কাছে ৮-২ ব্যবধানে হেরে গেলেন অংশু মালিক।