কোভিডে (Covid 19) আক্রান্ত হলেন টেনিস তারকা রাফায়েল নাদাল (Rafael Nadal)। সম্প্রতি আবু ধাবিতে একটি প্রদর্শনীতে যোগ দিতে যান তিনি। সেখান থেকে স্পেনে ফিরেই কোভিডে আক্রান্ত হন নাদাল। চোট সারিয়ে আবু ধাবির (Abu Dhabi) টেনিস টুরে দীর্ঘদিন পর দেখা যায় তাঁকে।
২০বার গ্র্যান্ডস্লাম (Grand Slam Winners) জয়ী টেনিস তারকা নাদাল নিজেই তাঁর কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। গত কয়েকদিন যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন টেনিস তারকা।
আরও পড়ুন: আত্মহত্যা করলেন জাতীয় স্তরের শুটার কণিকা লায়েক, বালির হোস্টেলে ঝুলন্ত দেহ উদ্ধার
আগামী টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কিনা, তা তিনি নিজেই জানাবেন। অনুরাগীদের আশ্বস্থ করলেন নাদাল।