রবি শাস্ত্রীর পরে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। দীর্ঘমেয়াদি ভিত্তিতে নয়। ২০২৩ পর্যন্ত রাহুলকে কোচ হিসেবে রাখতে হচ্ছে চুক্তি, এমনটাই খবর সূত্রের। শুক্রবার রাতে রাহুলের সঙ্গে বৈঠক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের। সূত্রের দাবি, বোর্ডের প্রস্তাবে রাজি হয়েছেন রাহুল দ্রাবিড়।
টি২০ বিশ্বকাপের পরেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সিরিজে দুটো টেস্ট এবং তিনটে টি২০ খেলবে দুই দল। বিশ্বকাপে শাস্ত্রীর বিদায়ের পর অল্প সময়ের মধ্যে জাতীয় দলের হেড কোচ নিয়োগ সম্ভব নয়। তাই আপাতত স্টপগ্যাপ কোচের ভূমিকায় দ্রাবিড়কে আনতে চলেছে বিসিসিআই। দ্রাবিড়ের পাশাপাশি, ভারতীয় দলের বোলিং কোচ হচ্ছেন পারশ মামব্রে।