কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় সেনাপ্রধান বিপিন রাওয়াতের(Bipin Rawat) দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তিনি লিখেছেন, ‘হেলিকপ্টারে থাকা সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং অন্যরা নিরাপদেই আছেন আশা রাখি, প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছি।’
আরও পড়ুন- IAF Helicopter Crash: তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনা-বিমান, মৃত ৪
তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনায় পড়ে সেনা হেলিকপ্টার। প্রাথমিকভাবে জানা গেছে, জঙ্গলের মধ্যে ওই কপ্টারটি ভেঙে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গেছে, ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(Bipin Rawat)। তাঁর স্ত্রীও ওই কপ্টারেই ছিলেন বলে জানা গিয়েছে। সেনার ওই কপ্টারে বিপিন রাওয়াত-সহ ১৪ জন ছিলেন। দুর্ঘটনার পর থেকে অনেকেই এখনও নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকাজ।