ত্রিপুরায় তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের(Sayoni Ghosh) গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে মুখর হলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে 'কাপুরুষ' বলেও তোপ দেখেছেন তিনি।
সায়নীর(Sayoni Ghosh) গ্রেফতারির পর টুইটারে রাজ লেখেন, "খুনের চেষ্টার অভিযোগে যুব তৃনমূলের সভাপতি সায়নী ঘোষের এই গ্রেফতারি ইঙ্গিত দিচ্ছে 'কাপুরুষ মুখ্যমন্ত্রী' ভয় পেয়েছেন। ত্রিপুরাতেও 'খেলা হবে'।" শুধু তাই নয়, রাজ আরও লেখেন, "নিজের বিদায়ের প্রহর গুনতে শুরু করে দিন বিপ্লব দেব(Biplab Deb)।"
আরও পড়ুন- 'বিএসএফ মানে কি বিজেপি সেফ' ? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার সারাদিন পূর্ব আগরতলা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেলে সায়নী ঘোষকে(Sayoni Ghosh) গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে একজনকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। ভারতীয় দন্ডবিধির জামিন অযোগ্য ৩০৭, ১০২বি, ১৫৩, ১৫৩এ ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার সায়নী ঘোষকে তোলা হয় আদালতে।