এক সময়ে তৃণমূলের একজন বিশ্বস্ত সৈনিক ছিলেন, দীর্ঘদিন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্বও সামলেছেন। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে গিয়ে নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে। তারপর নির্বাচনে দাঁড়িয়ে পরাজয়ের পরই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)।
গেরুয়া শিবিরের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছিল তাঁকে। আবারও জল্পনা বাড়ছিল ঘরে ফেরার। এবার সেই জল্পনাকেই সত্যি করে ‘ঘর ওয়াপসি’ হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, শুক্রবারই আগরতলায় চলে গেছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার আগরতলার মাটিতেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের তৃণমূলে ফিরবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃণমূলে ফেরার আগে দলের কাছে নিঃশর্তে ক্ষমাও চেয়ে নিয়েছেন বলেও জানা গিয়েছে।