রাজ্যে সার্বিক করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও রাজপুর,সোনারপুরে এখনও বাগে আনে যায়নি অতিমারির সংক্রমণ।পরিস্থিতি মোকাবিলায় এলাকার সমল্ত বাজার তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বাজার বন্ধের দ্বিতীয় দিনে সোনারপুর স্টেশন সংলগ্ন বাজার স্যানিটাইজ করলেন পুরসভার কর্মীরা।কলকাতার গা লাগোয়া পুরসভার সংক্রমণ রুখতে প্রয়োজনীয় বেশকিছু পদক্ষেপ নিয়েছে দক্ষিণ ২৪পরগনা জেলা প্রশাসন।